শিরোনাম
৫ জানুয়ারি, ২০২৩ ১৭:৫৯

নাটোরে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

নাটোর প্রতিনিধি:

নাটোরে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

যাত্রীবেশে চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নাটোর সদর উপজেলা থেকে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা কান্তিনগর গ্রামের আবুল কালামের ছেলে আশরাফ আলী (৩২) ও মৃত আব্দুর রহিমের ছেলে আল আমিন (২২) এবং নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে রুহুল আমিন (৩০)। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা গত ৩ জানুয়ারি জেলার সিংড়ার ধুলিয়াডাঙ্গা এলাকা থেকে বড়াইগ্রাম উপজেলার জোয়ারী বাজারে যাওয়ার জন্য সিংড়া থানার ধুলিয়াডাঙ্গা এলাকার ইনসান মোল্লার ছেলে আমিনুল ইসলাম সিহাবের (১৯) ইজিবাইক ভাড়া করে। পথে গ্রেফতারকৃতরা কৌশলে ইজিবাইক চালক সিহাবকে চেতনানাশক ঔষধ খাওয়ান। এতে সিহাব অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পার্শ্বে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় তারা। পরে সিহাবের বাবা ইনসান মোল্লা সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর র‌্যাব-৫, সিপিসি-২ এর সদস্যরা নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় চোরাইকৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে চোর চক্রের সক্রিয় সদস্য বলে র‌্যাবের নিকট স্বীকার করে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর