বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা দেশের সম্পদ কানাডায় নিয়ে বেগমপাড়া তৈরি করছে। সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমা রাখছে তারা।’ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জে মুন্নু সিটি এলাকায় ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ সরকার বিএনপির একলক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে পঁয়ত্রিশ লক্ষ মামলা দিয়েছে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। প্রতিহিংসার রাজনীতি করে আওয়ামী লীগ। তারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেন। তারা কি দেখাতে পারবেন সম্মুখ যুদ্ধে কারা যুদ্ধ করেছেন। তাদের মধ্যে কয়জন বীরপ্রতিক, বীর উত্তম উপাধি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আছেন।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। আজ সন্ধ্যায় মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য ইঞ্জি. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক