নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ বছরের শিশু “রাফা” অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাসেলকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। বৃহস্পতিবার ঢাকার রামপুরা থানাধীন রিয়াজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল বরিশালের কোতয়ালী থানাধীন নলচর এলাকার আয়নাল হকের পুত্র বর্তমানে সে ফতুল্লার পূর্ব গোলাপনগর এলাকার হাজী লালচাঁন এর বাড়ীর ভাড়াটিয়া।
র্যাব-১১ এর উপ পরিচালক ও কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৭ সালের ১২ অক্টোবর ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় ৪ বছরের শিশু রাফা অপহরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় অপহৃতের পিতা মোঃ আমান উল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী ভিকটিমের বাড়ীতে প্রায় দুই বছর ধরে পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সে সুযোগে শিশুটিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপন না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। ভিকটিমের পরিবার কৌশল অবলম্বন করে থানা পুলিশের সহযোগীতায় ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হয়।
ওই মামলায় চলতি বছরের ২ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করে। এরপর থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৫ জানুয়ারি রামপুরা থানাধীন রিয়াজবাগ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হন্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ