ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর যানবাহন পারাপার শুরু হয়েছে ব্যস্ততম এ নৌরুটে।
শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশায় ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন