নওগাঁয় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত তিন দিন থেকেই জেলায় ঠাণ্ডা হাওয়া বইছে। চলমান ঠাণ্ডার প্রকোপ আরও বেশ কয়দিন থাকতে পারে।
এদিকে হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর চাপ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপও রয়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে।
জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ