খুলনার দিঘলিয়ায় মায়ের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন দেখতে আজ খুলনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে তার খুলনা আসার কথা রয়েছে। তবে এটা তার একেবারেই ব্যক্তিগত সফর। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ভৈরব পাড়ে নগরঘাটে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ ও ফেস্টুন টানানো হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে গত কয়েকদিন ধরে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। বৃহস্পতিবার রাত থেকে ভৈরব নদে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে, সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় আসেন।
জানা যায়, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে দিঘলিয়ার ভৈরব নদের কোলঘেষে নগরঘাট এলাকায় পাট গোডাউনসহ চার বিঘা জমি কেনেন। ২০০৭ সালে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ জমির কথা জানতে পারেন প্রধানমন্ত্রী।
বর্তমানে পুরাতন সেই পাট গোডাউন ভেঙে সেখানে আধুনিক গুদামঘর নির্মাণ করা হয়েছে। নদীর তীরবর্তী স্থানে নির্মাণ করা হয়েছে রেস্ট হাউজ। গোডাউন সংলগ্ন পাকা রাস্তার নামকরণ হয়েছে শেখ রাসেলের নামে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন