ময়মনসিংহের হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। এই দুর্ঘটনায় বাস চাপায় ভ্যান চালক আলামিন মারা গেছেন।
শ্রীপুরের মাওনা থেকে আসা গার্মেন্টস কর্মীদের গাড়িটি আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ টু হালুয়াঘাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনার শিকার হয়।
এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আলামিন নামের ওই ভ্যান চালককে চাপা দেয় বাসটি। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় শিকার বাসটি জব্দ করে। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক ওবায়দুল শিপলু।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খুঁটিটিসহ একটি কারখানা ঘর ভেঙে ফেলে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান চালক আলামিনকে চাপা দেয় বাসটি। গুরুতর আহত আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলামিন (২৮) একই উপজেলার আমতৈল ইউনিয়নের সরচাপুর গ্রামের সাবেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজমুল