গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্য মারা গেছেন। গাজীপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ওই হাজতি শুক্রবার মারা যান। তার নাম আবুল হোসেন খোকন (৫৫)। তিনি বরিশালের কোতয়ালী থানার রাজধর এলাকার আ. খালেকের ছেলে। কারাগারে তার হাজতি নং- ছিল ২১৮৩/১৬।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, ২০১৬ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আবুল হোসেন খোকন। শুক্রবার সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আবুল হোসেন খোকনকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি ছিলেন হুজি সদস্যর আবুল হোসেন খোকন। এছাড়া তার বিরুদ্ধে মুকসুদপুর ও কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালে গ্রেফতারের পর থেকে তিনি বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ ২০১৬ সালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে খোকনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল