বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা নামক স্থানে ট্রাক ধাক্কায় রেজাউল ব্যাপারি (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত রেজাউল ব্যাপারী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের সোহরাফ ব্যাপারীর ছেলে।
শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনার পর কাটাখালি হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক ট্রাকসহ চালক নিরোহীন মোল্লাকে (২৩)। আটক ট্রাক চালক নিরোহীন মোল্লা নওগার মান্দা এলাকার আবুল হোসেনের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে বরগুনার পাথরঘাটা এলাকা থেকে পণ্য বোঝাই করে নওগাঁ যাওয়ার পথে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা নামক স্থানে ট্রাকটি রেজাউল ব্যাপারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনার পর কাটাখালি হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকসহ চালক নিরোহীন মোল্লাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের পর ট্রাক ও ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত