সিরাজগঞ্জের শাহজাদপুর এবং উল্লাপাড়া উপজেলার ২৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শাহজাদপুরের কায়েমপুর মাদ্রাসা চত্বরে ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকেলে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মো. আরিফুর রহমান, সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য মো. শাহাদাৎ হোসেন, কাওছার আহমদ, মো. গাজীদুর রহমান, শাহাদত হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত