মাদারীপুর জেলার শিবচরে পদ্মানদী থেকে চাঁদাবাজির অভিযোগে মিজান শরীফ (২৩) ও সাগর হাওলাদার (১৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে নৌপুলিশ। শুক্রবার দুপুরে পদ্মানদীর মাদবরেরচর সংলগ্ন এলাকার পদ্মানদী থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে মিজান শরীফের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক ও চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় নৌপুলিশ পদ্মানদীতে ট্রলার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতে দেখে মিজান শরীফকে। অভিযান চালিয়ে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মিজান শরীফকে আটক করে। এ সময় তার সাথে থাকা অপর এক যুবককেও আটক করা হয়। চক্রটি ট্রলারে পদ্মানদীতে বিভিন্ন পরিচয় দিয়ে নৌযান থেকে চাঁদা তুলতো।
আটককৃত মিজান উপজেলার মাদবরচর এলাকার মুন্তাজ উদ্দীন শরীফের ছেলে এবং অপর আটককৃত মো. সাগর হাওলাদার একই এলাকার রব হাওলাদারের ছেলে।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহানুর আলী বলেন, অনেকদিন ধরেই এই ব্যক্তি নদীতে চাঁদাবাজি করছিল। আমরা এর আগেও তাকে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ট্রলার নিয়ে আমাদের আগেই সে সটকে পড়ে। স্পিডবোট নিয়ে ধাওয়া করে চাঁদাবাজির টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার নামে মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল