কক্সবাজার পৌরসভা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। শুক্রবার সকালে পরিদর্শনকালে পৌরসভা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে কক্সবাজার পৌরসভা কর্তৃক যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ডেপুটি স্পিকার। পৌর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক তৈরীতে পৌরসভা, উপজেলা পরিষদসহ সকলকে একসাথে কাজ করতে হবে।
জেলা আওযামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সংবর্ধিত অতিথি বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পৌর পরিষদের কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল