শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা দাওধারা কাটাবাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ দাওধারা-কাটাবাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নয়াবিল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্যহাতির দল নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ে বসবাস করে ফসলি জমি ও লোকালয়ে তাণ্ডব চালিয়ে আসছিল। তবে গত কয়েক মাস ধরে বন্যহাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে খাদ্যের সন্ধানে কাটাবাড়ি সীমান্তে অবস্থান করছিল। শুক্রবার বিকালে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্যহাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফুল। এ সময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
ঘটনা শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল ও সহকারী কমিশনার (ভুমি) ইফফাত জাহান তুলি ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল