ময়মনসিংহের ফুলপুরে নবগঠিত ফুলপুর প্রেস ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ফুলপুর প্রেসক্লাবের সভাপতি (পদাধিকার বলে) এতে সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুল (নিউ নেশন), সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন (দৈনিক সংবাদ), সহ-সভাপতি মো. খলিলুর রহমান (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিম (দৈনিক খোলা কাগজ), কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক মো. মোস্তফা খান (দৈনিক কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক সেকান্দর আলী (দি বাংলাদেশ টু ডে), কার্যকরী সদস্য মো. সাখাওয়াত হোসেন (বাংলাদেশ সময়), মো. রাকিবুল ইসলাম মাহফুজ (দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি), বাকির হোসেন (প্রতিদিনের কাগজ) ও ফায়জুস সালেহীন অপূর্ব (বিজনেস বাংলাদেশ)।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ পরিষদের সদস্য তাসনোভা নাসরিন নিশু (দৈনিক জনবাণী), কামরুল ইসলাম খান (দৈনিক আজকালের সংবাদ), আলমগীর ইসলাম (দৈনিক শিরোমণি), মো. মাহফুজুর রহমান পাপন (দৈনিক আজকের খবর) প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ