খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩। গেমসে বিভিন্ন ইভেন্টে মানসম্মত খেলোয়াড় পাঠানোর প্রস্তুতি হিসেবে দেশব্যাপী এই আসর অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে যুব গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, অতিরিক্ত পুলিশ সুপার জেনিয়া চাকমা ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুজ্জামান। এ গেমসে ছয় ইভেন্টে জেলার ৯ উপজেলার ৪৩৮ জন অংশগ্রহণ করেছেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যুব গেমস চলবে।
বিডি প্রতিদিন/এমআই