মাগুরার শালিখা উপজেলার মাগুরা-যশোর সড়কে দ্রুতগামী পরিবহনের চাপায় রিফাতুল হক অভি (৩৬) নামে এক জুয়েলারী ব্যবসায়ী নিহত হয়েছে। অভি মাগুরা শহরের বকশী মার্কেটের হক জুয়েলারীর মালিক। অভি শহরের কেশব মোড় এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ৯ টার সময় থানার পাশে দ্রুতগামী পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অভি মারাত্মক আহত হয়। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে রাত আড়াইটার দিকে অভি মারা যায়।
বিডি প্রতিদিন/ফারজানা