৭ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র বিতরণ কর্মীদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র বিতরণ কর্মীদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহায়তায় সংবাদপত্র বিতরণ কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। 

জেলার বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট 'রেকটো'র স্বত্বাধিকারী আশিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও মো. আরজু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত, সংবাদপত্র এজেন্ট সৈয়দ রিয়াজ আহমেদ অপু। এসময় ব্রাহ্মণবাড়িয়া হকার্স এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ বিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর আলী উপস্থিত ছিলেন। পরে ৩০ জন সংবাদপত্র বিতরণকর্মীর মাঝে জেলা প্রশাসন থেকে দেওয়া কম্বল বিতরণ করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর