জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় দায়েরকৃত মামলায় ইয়াসিন তালুকদার নামে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার মালিবাগ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম খোকা জানান, গত ২৬ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি নূর মোহাম্মদের সাথে তার বাকবিতন্ডা হয়। এ সময় নূর মোহাম্মদ ও তার ভাই নজরুল ইসলাম সাত্তার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ২৭ অক্টোবর সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে নূর মোহাম্মদ ও তার ভাই নজরুল ইসলাম সাত্তারসহ অজ্ঞাত ৬ জনের নামে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইয়াসিন তালুকদারকে পুলিশ শনিবার গ্রেফতার করেছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির একটি মামলার প্রেক্ষিতে ইয়াসিন তালুকদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ