৭ জানুয়ারি, ২০২৩ ২০:১০

বাগেরহাটে বয়স্কদের কোরআন শিক্ষা মক্তবের বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

বাগেরহাটে বয়স্কদের কোরআন শিক্ষা মক্তবের বার্ষিক সম্মেলন

বাগেরহাটে বয়স্কদের কোরআন শিক্ষা মক্তবের এক বার্ষিক সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাটের সোনাতুনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সম্মেলনে খুলনা ও বাগেরহাটের ৩২টি মক্তবের দেড় হাজার বয়স্ক নারী-পুরুষ শিক্ষার্থী অংশ নেন।

বয়স্কদের কোরআন শিক্ষা মক্তবের প্রতিষ্ঠাতা কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, কাজী শওকত হোসেন, মাওলানা আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আবু তাহের ও মাওলানা আবুল হোসেন।

অনুষ্ঠানে কোরআন শিক্ষার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গত প্রায় দশ বছর ধরে ব্যক্তি উদ্যোগে বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সমাজ সেবক কাজী দেলোয়ার হোসেন। এ পর্যন্ত দেড় হাজারের বেশি বয়স্ক নারী-পুরুষ বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে ৩২টি মক্তবে এক হাজার আটশ শিক্ষার্থী কোরআন শিখছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর