বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে শেখ কামাল ২য় যুব গেমসের সাঁতার প্রতিযোগিতা বরগুনা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেন, ট্রেজারার জসিম উদ্দিন সাগর, নির্বাহী সদস্য হারুন-অর রশিদ রিংকু, খলিলুর রহমান, মহিউদ্দিন মকবুল, বিকাশ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
সাঁতার প্রতিযোগিতার বালক বিভাগে ৫০ মিটার ফ্রি স্টাইলে, আমতলী ১শ' মিটার ফ্রি স্টাইলে, আমতলী ২শ' মিটার ফ্রি স্টাইলে, বামনা ৫০ মিটার ব্যাক স্টোকে আমতলী, ১শ' মিটার ব্যাক স্টোকে বরগুনা, ৫০ মিটার ব্রেস্ট স্টোকে বরগুনা, ১'শ মিটার ব্রেক স্টোকে আমতলী এবং ৫০ মিটার ফ্লাই সাঁতারে বামনা উপজেলা প্রথম স্থান অধিকার করে।
বালিকা বিভাগে ৫০ মিটার ফ্রি স্টাইলে বেতাগী উপজেলা, ১শ' মিটার ফ্রি স্টাইলে বেতাগী উপজেলা, ২শ' মিটার ফ্রি স্টাইলে বরগুনা উপজেলা, ৫০ মিটার ব্যাক স্টোকে বেতাগী উপজেলা, ১শ' মিটার ব্যাক স্টোকে বরগুনা উপজেলা, ৫০ মিটার ব্রেস্ট স্টোকে তালতলী উপজেলা, ১শ' মিটার ব্রেস্ট স্টোকে বেতাগী উপজেলা এবং ৫০ মিটার বাটার ফ্লাইয়ে পাথরঘাটা উপজেলা প্রথম স্থান অধিকার করে।
বিডি প্রতিদিন/হিমেল