রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে রংপুরে জেলা ও দায়রা জজ আদালতে ওইসব নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। যাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে তারা হলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুব দলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্র দলের সহ- সভাপতি নোমান হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোকছেদুল আরেফিন রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মনতাছির মামুন, পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা ফজলু মিয়া। এসব নেতা কর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। হাইকোর্ট তাদের ৭ সপ্তাহের জামিন দিয়েছিলেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়া তারা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন।
গত বছরের নভেম্বর মাসে রংপুর জেলা বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ শতাধিক জনকে আসামী করে মামলা করে। এই মামলাটি করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম। ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী অভিমুখে যেতে চাইলে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে পুলিশের সাখে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশসহ ২৫ জন আহত হন।
বিএনপির পক্ষে আইনজীবী শফি কামাল বলেন, হাইকোর্টের আদেশ অনুয়ায়ি অআদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। বিডি প্রতিদিন/এএ