ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পৃথক দুটি ঘটনায় উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-জিয়ারুল, কামাল, আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম, সেকান্দর ফকির, জুলহাস ও ইসমাঈল।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জুয়াড়িদের বুধবার রাতে গ্রেফতার করা হয়েছিল। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই