হরিজন সম্প্রদায়ের সাথে বর্ণবাদী আচরণের প্রতিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহারে তাদের সাথে একবেলা আহারের আয়োজন করেছে ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা। এই আয়োজনে যোগদেন ঢাকাসহ বগুড়া ও নওগাঁর সাধারন মানুষরাও।
শুক্রবার বাদ জুমা উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে স্বাধীনতা মঞ্চ চত্বরে আয়োজনটি করা হয়। দুপুরের খাবারের আগে আয়োজকরা তাদের সুখ-দুঃখের গল্প শুনেন এবং তারাও শোনান সাম্য ও শন্তির বাণী। সেখানে আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার শিক্ষার্থী মওলবি আশরাফ, খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, পারভেজ হাসান সুমন ও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থী জুম্মা খান।
এছাড়াও সেখানে বক্তব্য রাখেন সান্তাহার হরিজন সম্প্রদায়ের সভাপতি বৈরাগী লাল বাঁশফোর, সাধারণ সম্পাদক শান্ত বাঁশফোর, গঙ্গা বাঁশফোর ও কৃষ্ণা হারী বাঁশফোর প্রমূখ। আলোচনা শেষে স্বাধীনতা মঞ্চ চত্বরে শতাধীক হরিজনদের সাথে দুপুরের খাবার খান আয়োজকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন