১৪ জানুয়ারি, ২০২৩ ০৯:৩১

বগুড়ায় হরিজনদের সাথে শিক্ষার্থীদের একবেলা খাবার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় হরিজনদের সাথে শিক্ষার্থীদের একবেলা খাবার গ্রহণ

হরিজন সম্প্রদায়ের সাথে বর্ণবাদী আচরণের প্রতিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহারে তাদের সাথে একবেলা আহারের আয়োজন করেছে ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা। এই আয়োজনে যোগদেন ঢাকাসহ বগুড়া ও নওগাঁর সাধারন মানুষরাও। 

শুক্রবার বাদ জুমা উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে স্বাধীনতা মঞ্চ চত্বরে আয়োজনটি করা হয়। দুপুরের খাবারের আগে আয়োজকরা তাদের সুখ-দুঃখের গল্প শুনেন এবং তারাও শোনান সাম্য ও শন্তির বাণী। সেখানে আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার শিক্ষার্থী মওলবি আশরাফ, খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, পারভেজ হাসান সুমন ও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থী জুম্মা খান। 

এছাড়াও সেখানে বক্তব্য রাখেন সান্তাহার হরিজন সম্প্রদায়ের সভাপতি বৈরাগী লাল বাঁশফোর, সাধারণ সম্পাদক শান্ত বাঁশফোর, গঙ্গা বাঁশফোর ও কৃষ্ণা হারী বাঁশফোর প্রমূখ। আলোচনা শেষে স্বাধীনতা মঞ্চ চত্বরে শতাধীক হরিজনদের সাথে দুপুরের খাবার খান আয়োজকরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর