জাতীয় শ্রমিকলীগের নাটোর জেলা শাখার কমিটি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে নব-নির্বাচিত দুই কমিটির নের্তৃবৃন্দরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর সদর হাসপাতালের সামনে টেনিস ক্লাব এলাকায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু স্বাক্ষরিত এক পত্রে সাইফুল ইসলাম সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত নাটোর জেলা কমিটিকে বৈধ দাবি করে সংবাদ সম্মেলন করেন নব-নির্বাচিত পরিষদের নের্তৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা সাইফুল ইসলাম দাবি করেন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যে কোনো কমিটির অনুমোদন দিতে পারেন। সভাপতি শুধুমাত্র ওই কমিটি ওভারলুক করতে পারেন। কাজেই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যে কমিটি অনুমোদন দিয়েছেন সেই কমিটি বৈধ এবং গঠনতন্ত্র পন্থী। এছাড়া সাধারণ সম্পাদক কর্তৃক অনুমোদিত কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় সভাপতির মৌখিক সম্মতি ছিল। অন্যদিকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আল মান্নান অনৈতিক সুবিধা নিয়ে রাতারাতি অপর একটি কমিটি অনুমোদন করেন তা বোধগম্য নয়। তারা শিগগিরই ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবেন বলে জানান তিনি।
এর আগে শনিবার দুপুরে শহরের তালাবঘাটে শ্রমিক লীগ অফিসে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক বি. এম জাফর স্বাক্ষরিত এক পত্রে আব্দুর রহিমকে সভাপতি ও রেজাউল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত জেলা কমিটিকে বৈধ দাবি করে সংবাদ সম্মেলন করেন ওই পরিষদের নের্তৃবৃন্দরা।
বিডি প্রতিদিন/হিমেল