ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. মাসুম সরকার (১৯) কুমিল্লার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিনের নেতৃত্ব একটি দল রবিবার গভীর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে মাসুম সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএম