১৬ জানুয়ারি, ২০২৩ ১৬:৩৩

বোয়ালমারীতে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বোয়ালমারীতে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জর্জ একাডেমির খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর