১৬ জানুয়ারি, ২০২৩ ১৬:৪২

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ একজন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ একজন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। রবিবার রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আল আমিন (৩৫)। এসময় তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার সাফায়াতের বাড়ির ৪র্থ তলায় আল আমিনের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় তার বাসায় তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগে বাসার ভাড়াটিয়া আল আমিনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আল আমিনের পিতার নাম মো. সিরাজুল ইসলাম। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর