ধনবাড়ীতে জমিলা বেগম (৮০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় পুকুর থেকে হাত বাঁধা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জমিলা বেগম উপজেলার বীরতারা ইউনিয়নের পাঁচনখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী এবং ছয় সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাবাদে বৃদ্ধার দুই নাতীকে থানায় নেয় পুলিশ।
নিহতের স্বজনরা বলেন, ওই বৃদ্ধার দুই ছোট নাতী নিয়ে থাকতেন। তার ছেলেরা বিভিন্ন স্থানে কর্মে জড়িত। সোমবার রাতে ওই বৃদ্ধাকে ঘরে রেখে একা রেখে পাশের বাড়িতে দুই নানী টেলিভিশন দেখতে যায়। বাড়ি ফিরে বৃদ্ধাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে আত্মীয় ও প্রতিবেশিরা। সকালে বৃদ্ধার বড় ছেলে বাড়ির পাশের এক পুকুরের পানিতে তার পরনের কাপড় ভাসতে দেখে। এরই একপযার্য়ে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের ছেলে শাহজাহান বলেন, আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারে না। তার বিছনার পাশে জুতা ও লাঠি পড়ে ছিল।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্ররণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ