ময়মনসিংহের ফুলপুরে ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমতাজ আলী (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১৪। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে গৌরিপুর থানার শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে মেয়ের জামাই বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত মমতাজ আলী ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া মধ্যপাড়া এলাকার আসন আলীর বোন জামাই। আসন আলীর বাড়িতে সে ঘরজামাই থাকতো।
জানা যায়, ভিকটিম শিশুটি শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরপর প্রতিবেশী মমতাজ তাকে নামাজের কথা বলে একটি ঘরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৮ জানুয়ারি ফুলপুর থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকে সে পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব -১৪ তাকে আটক করে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মমতাজ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল