পটুয়াখালীর গলাচিপায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম মো. সাঈদ ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
কর্মশালায় বক্তব্য রাখেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, কালারাজা হাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, রিসোর্স পার্সন মো. শহিদুল ইসলাম, টিম লিডার মো. জিয়াউর রহমান প্রমুখ।
২০১২ সাল থেকে উপজেলায় মাধ্যমিক স্তরের ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু হয়। মহামারি করোনাকালিন ৩ বছর এ কার্যক্রম বন্ধ থাকে। কক্ষ সংকট থাকায় বিদ্যালয়ে পাঠাগারের জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নিকট আলাদা কক্ষের দাবি করেন শিক্ষকরা।
বিডি প্রতিদিন/এএ