'বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে'-এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পুলিশ নারী কল্যান সমিতির আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে পুনাক জেলা সভানেত্রী সেলিনা মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এসময় বক্তারা নিজ নিজ এলাকার বিত্তবানদেরকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ