নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের কালু মোল্যার গোয়ালঘরে আগুনে দগ্ধ হয়ে ৫টি গরু মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের রফিক মোল্যার ছেলে কালু মোল্যা বৃহস্পতিবার দিনগত রাতে গোয়ালঘরের মশা তাড়াতে মশার কয়েল জ্বালিয়ে রাখেন। মশার কয়েলের আগুন গোয়াল ঘরের খড়ে ধরে গেলে আগুনের লেলিহান শিখায় ৫টি গরু দগ্ধ হয়ে মারা যায়। এ সময় গোয়ালঘরের পাশে থাকা একটি বসতঘর পুড়ে যায়। আগুন লাগার খবর শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। এ ব্যাপারে লোহাগড়া থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএ