রংপুরের পীরগাছায় পিকআপকে সাইট দিতে গিয়ে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। পীরগাছা-সুন্দরগঞ্জ সড়কের ইছলারহাট নামক এলাকায় শুক্রবার সকালে এই ধুর্ঘটনা ঘটেছে। এ সময় কম পক্ষে ১৫ জন আহত হন। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪৮)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ফায়ার সাভিস ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানাগেছে, সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে আসছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। এদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের কয়েকজনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ