কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক খোকন মিয়াকে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। খোকন মিয়ার ছেলে কাইয়ুম বাদী হয়ে মুরাদনগর থানায় এই হত্যা মামলা করেন।
কৃষক খোকন মিয়ার ছেলে কাইয়ুম বলেন, আমাদের জমি ইটভাটার জন্য পত্তন দেওয়া হয়েছিলো কামাল চেয়ারম্যানের কাছে। হঠাৎ শুনি আমাদের জমির মাটি নাকি কামাল চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে বিক্রয় করে দিছে। গিয়াস ও তার ছেলে রনিকে আমাদের পক্ষ থেকে কয়েকবার বাধা দিলেও তারা রাতের আধারে ভেকু দিয়ে জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। গত বুধবার রাত ৮টার দিকে অন্যদিনের মতো মাটি কাটায় বাধা দেওয়া হলে গিয়াস ও তার ছেলে রনি আমার বাবা এবং আমাকে বেধরক মারধর শুরু করে। একপর্যায় তারা আমার বাবার তলপেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আমি বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শুক্রবার (২০ জানুয়ারি) মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে কাইউম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় আভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ