পটুয়াখালীর দুমকিতে আঙ্গারীয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু হানিফ মাস্টার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান সেলিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলামসহ আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে হানিফ মাস্টার একজন সাধারণ কর্মীর টিকিটে স্বাক্ষর করে আওয়ামী লীগে যোগদান করেছেন।
এ সময় হানিফ মাস্টার জানান, আমি আমার দীর্ঘ সত্তর বছরের জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে ভুল বুঝতে পেরে উন্নয়নের ধারাবাহিকতা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই এ দলে যোগ দিলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, হানিফ মাস্টার আগে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে তিনি বিএনপির কোন পদে নেই।
যোগদান অনুষ্ঠানে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুধু হানিফ মাষ্টারই নন আরও চমক আছে। কিছু দিনের মধ্যেই আরও বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতাকা তলে অন্যদলের অনেক নেতাকর্মীরা চলে আসবে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        