উত্তরের জেলা পাবনার তীব্র শীত ও মাঝারি শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। জেলার ঈশ্বরদীতে তাপমাত্রা এখন ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঈশ্বরদী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, শুক্রবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পৌষ-মাঘ দু'মাস শীতকাল। পৌষের শেষে মাঘ মাসের শুরুতে দিন যতই গড়াবে, তাপমাত্রা ততই উঠানামা করবে। গত কয়েকদিনের কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় এ এলাকায় জেঁকে বসেছে শীত, এতে জনজীবন জবুথবু অবস্থা।
এদিকে অব্যাহত শীতে পাবনার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের দরিদ্র শীতার্ত মানুষ। ছিন্নমূল অসহায় মানুষও বাদ নেই এই দুর্ভোগ থেকে।
মাঘের শুরুতে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও নেই সুর্যের উত্তাপ। ঠান্ডা এতোটা বেশি যে ছোট-বড় যানবাহনও চলছে ধীর-গতিতে। পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া আন্তনগর, মেইল, লোকাল ট্রেন নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে চলছে। কনকনে শীতে গণপরিবহন বাসে, সিএনজিতে কম সংখ্যক মানুষ যাত্রা করছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। স্কুলগামী শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। নিরাপদ বাহন হিসেবে ট্রেনে চলছে বেশিরভাগ মানুষ।
বিডি প্রতিদিন/এএ