মাগুরা আদর্শ বিতর্ক সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাগুরা আইডিয়াল ডিবেট সংঘ (এমআইডিএস) বিতর্ক উৎসব। শনিবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। আদর্শ বিতর্ক সংঘের প্রধান উপদেষ্টা শাখারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিতর্ক ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব ও আদর্শ বিতর্ক সংঘের উপদেষ্টা মাগুরা মহিলা পরিষদের সভানেত্রী লেখক মমতাজ বেগম।
আরও বক্তব্য রাখেন জাতীয় বিতর্ক ফেডারেশনের খুলনা বিভাগের সমন্বয়কারী তাকিদুর নবী, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও আদর্শ বিতর্ক সংঘের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক এম আলমগীর। বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকসহ সাত শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। এর আগে অনুষ্ঠিত হয় র্যালি। বিতর্ক উৎসবের সহযোগিতায় ছিল ইনসেপটা ফার্মাসিউটিক্যাল।
বিডি প্রতিদিন/এমআই