ফরিদপুরের জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে জসীম পল্লী মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির আঙ্গিনায় কুমার নদীর পাড়ে জসীম উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
জসীম পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পুত্র ড. জামাল আনোয়ার, কবি পুত্র খুরশিদ আনোয়ার, কবি কন্যা আসমা জসীম উদ্দিন তৌফিক। এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ