রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে মাটি ট্রাকচাপায় সানজিদা আক্তার (৫) নামে এক শিশু মারা গেছে। সানিজাদা আক্তার ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের বাবু মিয়ার মেয়ে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের বকশিয়াবাড়ী থেকে একটি ট্রাক কালুখালী যাওয়ার সময় বাবুর বাড়ীর সামনে দুর্ঘটনা ঘটে।
বালিয়াকান্দি থানায় পুলিশের উপ-পরিদর্শক পল্লব কুমার সরকার বলেন, এই ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার নাইম মিয়া-কে আটক করা হয়েছে। পরবর্তীতেতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/এএম