চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সহায়তায় আড়াইশ’ কম্বল বিতরণ করা হয়। আগামীকাল রবিবার জেলার ৪ উপজেলায় মোট এক হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানা গেছে।
আজ কম্বল হাতে পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর হাতাপাড়া মহল্লার বৃদ্ধ মোসলেমা দোয়া করেন এবং বলেন, আল্লাহ যেন বসুন্ধরার মালিককে দীর্ঘজীবি করেন।
বটতলা হাট মহল্লার প্রতিবন্ধী পান দোকানী মিজানুর রহমান বলেন, ভোটের সময় সবাই আসেন আর গরীবের উন্নয়নের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ভোটের পরে আর গরীব মানুষের কেউ খোঁজ রাখে না। কিন্তু দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপ গরীব শীতার্ত মানুষের জন্য যে কম্বল দিল তা সারাজীবন মনে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ শুভ সংঘের সদস্য জীবন, আবির, রাফি, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো. রফিকুল আলম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিব, ডেইলি সানের প্রতিনিধি কামাল সুকরানা, ডিবিসি নিউজের জোহরুল ইসলাম, গ্লোবাল টিভির ফারুক হোসেন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল