শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
অস্ত্র নিয়ে খামারে হামলার ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
অনলাইন ভার্সন
লক্ষ্মীপুরে 'সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেড' এর মালিক ব্যারিষ্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার খামারে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে তাদেরকে পৌর শহরের ২ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃতরা হলেন, ঘটনার মূল অভিযুক্ত নুর নবী ওরফে রড নুরনবী ও তার ছেলে আবদুল্লা আল মামুন (২৮)।
এদিকে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে খামারের মালিক ব্যারিষ্টার রাশেদুল ইসলাম রাজীব। মামলায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। রাজীব সুপ্রীম কোর্টের আইনজীবী ও সদর উপজেলার টুমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার ব্যবসায়ী নুরনবী ওরফে রড নুরনবী ও তার ছেলে ছাত্রলীগ নামধারী মামুন সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামে ব্যারিষ্টার রাজীবের খামারে হামলা চালায়।
এ সময় ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই খামারে ঢুকে কর্মীদের হুমকি এবং ভাঙচুর ও গরু-ছাগলের গলার রশি কেটে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে তারা।
খামারের কর্মী মেহেদি হাসান সোয়েব ও মো. মোকাররম জানায়, তারা খামারে কাজ করছিল। হঠাৎ করে একদল লোক ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তাদেরকে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, নুর নবীর সাথে তার পিতা মৃত রফিকুল ইসলামের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে নুর নবী ব্যারিষ্টার রাজিবের খামারে হামলা করেছে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুজি করে। হামলাকারীরা খামারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে বলে জানায় বাদি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর