শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
অস্ত্র নিয়ে খামারে হামলার ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
অনলাইন ভার্সন
লক্ষ্মীপুরে 'সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেড' এর মালিক ব্যারিষ্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার খামারে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে তাদেরকে পৌর শহরের ২ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃতরা হলেন, ঘটনার মূল অভিযুক্ত নুর নবী ওরফে রড নুরনবী ও তার ছেলে আবদুল্লা আল মামুন (২৮)।
এদিকে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে খামারের মালিক ব্যারিষ্টার রাশেদুল ইসলাম রাজীব। মামলায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। রাজীব সুপ্রীম কোর্টের আইনজীবী ও সদর উপজেলার টুমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার ব্যবসায়ী নুরনবী ওরফে রড নুরনবী ও তার ছেলে ছাত্রলীগ নামধারী মামুন সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামে ব্যারিষ্টার রাজীবের খামারে হামলা চালায়।
এ সময় ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই খামারে ঢুকে কর্মীদের হুমকি এবং ভাঙচুর ও গরু-ছাগলের গলার রশি কেটে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে তারা।
খামারের কর্মী মেহেদি হাসান সোয়েব ও মো. মোকাররম জানায়, তারা খামারে কাজ করছিল। হঠাৎ করে একদল লোক ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তাদেরকে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, নুর নবীর সাথে তার পিতা মৃত রফিকুল ইসলামের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে নুর নবী ব্যারিষ্টার রাজিবের খামারে হামলা করেছে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুজি করে। হামলাকারীরা খামারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে বলে জানায় বাদি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর