শিরোনাম
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
অস্ত্র নিয়ে খামারে হামলার ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
অনলাইন ভার্সন
লক্ষ্মীপুরে 'সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেড' এর মালিক ব্যারিষ্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার খামারে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে তাদেরকে পৌর শহরের ২ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃতরা হলেন, ঘটনার মূল অভিযুক্ত নুর নবী ওরফে রড নুরনবী ও তার ছেলে আবদুল্লা আল মামুন (২৮)।
এদিকে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে খামারের মালিক ব্যারিষ্টার রাশেদুল ইসলাম রাজীব। মামলায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। রাজীব সুপ্রীম কোর্টের আইনজীবী ও সদর উপজেলার টুমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার ব্যবসায়ী নুরনবী ওরফে রড নুরনবী ও তার ছেলে ছাত্রলীগ নামধারী মামুন সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামে ব্যারিষ্টার রাজীবের খামারে হামলা চালায়।
এ সময় ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই খামারে ঢুকে কর্মীদের হুমকি এবং ভাঙচুর ও গরু-ছাগলের গলার রশি কেটে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে তারা।
খামারের কর্মী মেহেদি হাসান সোয়েব ও মো. মোকাররম জানায়, তারা খামারে কাজ করছিল। হঠাৎ করে একদল লোক ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তাদেরকে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, নুর নবীর সাথে তার পিতা মৃত রফিকুল ইসলামের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে নুর নবী ব্যারিষ্টার রাজিবের খামারে হামলা করেছে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুজি করে। হামলাকারীরা খামারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে বলে জানায় বাদি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর