রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে যমুন্বেশ্বরী নদীর সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নূর জাহান (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মিঠাপুকুর উপজেলার ময়েনপুর মণ্ডলপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও ইসহাক মণ্ডলের মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাগেরহাট সেতু থেকে অজ্ঞাত এক নারী হঠাৎ নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল