মুন্সিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. সাদ্দাম হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার রামপাল এলাকায় পানহাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ সহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে বড় ধরনের মাদকের চালান এনে বিপুল অর্থের বিনিময়ে তা বিক্রি করতেন একাধিক সিন্ডিকেটের কাছে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে ইয়াবার বড় একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক বিক্রেতা সাদ্দামকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হলেও,পালিয়ে যায় তার আরেক সহযোগী। পরে সেখান থেকে উদ্ধার করার ৫ হাজার পিস ইয়াবা।
এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ ফয়সাল হাওলাদার বাদী হয়ে, মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/নাজমুল