নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। সোমবার দুুপুরে উপজেলার গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে মো. সোহাগ মিয়া (২৩), রুপসী এলাকার কামরুজ্জামানের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মাছিমপুর এলাকার মো. আরজু মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি দল গঙ্গানগর এলাকার এডিবল অয়েল লিমিটেডের সামনে রুপসী থেকে মুড়াপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৫০০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও পাঁচটি মোবাইলসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।বিডি প্রতিদিন/এমআই