৩০ জানুয়ারি, ২০২৩ ২২:৪৬

শ্রেণি কক্ষে প্রধান শিক্ষককে পেটালেন সহকারি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শ্রেণি কক্ষে প্রধান শিক্ষককে পেটালেন সহকারি শিক্ষক

রংপুরের কাউনিয়ায় রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুমে পাঠদান চলাকালে সহকারি শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত প্রধান শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক এমরান আলী জানান, তিনি স্কুলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পাঠদান করাচ্ছিলেন। এসময় সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন ক্লাসরুমে ঢুকে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে তাকে কিলঘুষি মারতে থাকেন। এতে তিনি মাথা, মুখ ও নাকে আঘাত পান। 

প্রধান শিক্ষক আরও বলেন, বদলির কাগজে স্বাক্ষর না করায় প্রায় দুই বছর আগে উপজেলা শিক্ষা অফিসারের সামনে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন সহকারী শিক্ষক সাখাওয়ত। এদিকে মারপিট বিষয়ে সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন  কথা বলতে রাজি হননি। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বলেন, ক্লাসরুমে শিক্ষকদ্বয়ের মারামারির ঘটনা তিনি জানতে পেরেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর