চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেই হতাহত হয়নি।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আব্দুল ওদুদের ওয়ালটন মোড়স্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে দুটি মোটরসাইকেলে একদল মুখোশধারী আব্দুল ওদুদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় অফিসে থাকা নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে তারা শহরের বড় ইন্দারা মোড়ে মোটরসাইকলে দুটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ফেলে যাওয়া মোটরসাইকেল থানায় নিয়ে যায়। ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ।এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে। পরে এমপি ওদুদের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উত্তেজিত কর্মী-সমর্থকদের ঘরমুখী করে।
এ বিষয়ে সদর মডোল থানার ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত