শিরোনাম
৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০৪

কলাপাড়ায় কৃষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় কৃষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের এতিমখানা সড়কের অস্থায়ী কার্যালয়ে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। 

জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোতালেব মোল্লা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এম,জি মোস্তফা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলার সাধারন সম্পাদক ও বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুগ্নআহবায়ক আমিনুল ইসলাম, ১ নং ওয়ার্ডের যুগ্নআহবায়ক নয়নাভিরাম গাঈন নয়ন । সভা পরিচালনা করেন শিক্ষক আতাজুল ইসলাম।
শেষে সর্বসম্মতিক্রমে জি.এম মাহবুবুর রহমানকে সভাপতি এবং আতাজুল ইসলামকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষক সমিতির কলাপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর