৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৩৭

সিডনিতে গামা আব্দুল কাদিরের জন্মবার্ষিকী উদযাপন

অস্ট্রেলিয়া প্রতিনিধি

সিডনিতে গামা আব্দুল কাদিরের জন্মবার্ষিকী উদযাপন

সিডনিতে বাঙালিদের গোড়াপত্তনে যে কয়েকজন বাঙালি অগ্রগামী ভূমিকা পালন করেছেন তার মধ্যে গামা আব্দুল কাদির অন্যতম। গত ৫ ফেব্রুয়ারি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে তার ৭৪ তম জন্মদিন পালনের আয়োজন করা হয় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্তোরাঁয়। 

জন্মদিন পালনে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কমিউনিটির সকল শ্রেণির নেতৃবৃন্দ, বিশিষ্টজন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক। তারা গামা কাদিরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়। চমৎকার একটি সংগীত সন্ধ্যা, সংক্ষিপ্ত আলোচনা এবং ডিনার অনুসরন করে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি শেষ হয়। এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাকসুদুর রহমান চৌধুরী সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সফিকুল আলম, গিয়াস উদ্দিন মোল্লা, লিয়াকত আলী লিটন ও অপু সারোয়ার।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন কৃষিবিদ কাইউম পারভেজ, কবিতা পারভেজ, ড. মোহাম্মদ আলী, অজয় দাস গুপ্ত, এনামুল হক ভূইয়া, জালাল আহমেদ, মারজিয়া জালাল, ইন্জিনিয়ার মতিন, অমিয়া মতিন, কায়সার আহমেদ, আব্দুল জলিল, নির্মল্য তালুকদার,  আবু তারিক, ড. শাখাওয়াৎ নয়ন, অনিলা পারভিন, আতিক হেলাল, আরফিনা মিতা, কাজি সুলতানা সিমি, মোস্তাফিজুর রহমান, নুসরাত জাহান স্মৃতি , ফজলুল হক সফিক, শেখ হৃদয়, পল মধু সহ আরো অনেকে।  এছাড়াও অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা দিতে আসেন কমিউনিটির সংগঠকদের মধ্যে সাংবাদিক আবু রেজা আরেফিন, রহমত উল্লাহ, পূরবী পারমিতা বোস, তিশা তানিয়া, সাহানা চৌধুরী, ফাহমিদা খন্দকার, আমিনা আক্তার নিপা, নাজমুল হকজাহাঙ্গীর আলম জয়, ফাহাদ আসগার, অর্ক হাসান, সাহেদ জুম্মন। গান পরিবেশন করেন আতিক হেলাল, আরফিন মিতা ও সাহানা চৌধুরী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর