৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৭

ভাঙ্গায় বাসচাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গায় বাসচাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

প্রতীকী ছবি

ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া নামক স্থানে বাসচাপায় আলফাজ খান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে আজিমনগর ইউনিয়নের চর ব্রাহ্মণপাড়া গ্রামের আলম খানের ছেলে। আলফাজ ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহত আলফাজের চাচা ভাঙ্গা আজিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের  ইউপি সদস্য মাসুদ খান বলেন, এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী রাস্তা অবরোধ করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর