ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে তাপস সরকার (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত তাপস সরকারের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি ঐ গ্রামের তপন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকার রেললাইনে এ ঘটনাটি ঘটে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে তাপস সরকার নিহত হন।মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত হবার পর রাজবাড়ী রেল পুলিশকে বিস্তারিত জানানো হয়। পরে রেল পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন